Help Line : 01831910346

Help Line : 01831910346
আপনিও হউন সাংবাদিক ।সাংবাদিকতা শিক্ষার সুযোগ । সাংবাদিকতায় হাতেখড়ি

ভারতে দ্রুততম সময়ের মধ্যে উঠে আসা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সন্দীপ মহেশ্বরী।



সন্দীপ মহেশ্বরী ইমেজবাজারের ফাউন্ডার এবং সিইও। ভারতে দ্রুততম সময়ের মধ্যে উঠে আসা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সন্দীপ মহেশ্বরী।
সন্দীপ মহেশ্বরী বিনামূল্যে বিভিন্ন সেমিনারে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করেন।ভারতের অদ্বিতীয় একজন মোটিভেশনাল স্পিকার তিনি।
সন্দীপ মহেশ্বরীর কিছু অনুপ্রেরণামূলক উক্তি-
১. সাফল্যের জন্য কেন ব্যর্থতা প্রয়োজনঃ
সফলতা আসে অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা হয়,সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে।
২. লোকের কথায় কান দেওয়াঃ
সবচেয়ে ভয়ংকর রোগ হচ্ছে- মানুষ কি বলবে এটা ভাবা।
৩. জীবন সবাইকে সুযোগ করে দেয়ঃ
জীবন তোমার অপেক্ষায় আছে, নিজের সেরাটা উজাড় করে দাও।
৪. মানুষের পাশে দাঁড়ানোঃ
যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু থাকে,তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার কর,যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।
৫. নিজের প্রতি বিশ্বাসঃ
ঠিক যখন থেকে তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে,সারা পৃথিবী তখন থেকে তোমাকে গুরুত্ব দিবে।
৬. জীবনের গুরুত্ব নিয়েঃ
সবসময় একটা কথা মনে রাখবে,তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড়।
৭. নিজের ভেতরের শক্তিশালী মানুষটাঃ
যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো, যে তোমার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও। মানুষটা পেয়ে যাবে।
৮. শেখার গুরুত্ব নিয়েঃ
সবসময় শিখতে থাকো, যে শিখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত।
৯. নিজের ভাল দিকগুলো থেকে অনুপ্রাণিত হওয়াঃ
ব্যর্থতার জন্য নিজেকে তিরস্কার করা বন্ধ করো। তুমি যা অর্জন করেছো, তার জন্য নিজেকে অনুপ্রাণিত করো।
১০. সফল ও ব্যর্থ মানুষদের মধ্যে চিন্তার পার্থক্যঃ
সফল মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের চেয়ে আলাদা।
১১. নিজেকে পরিবর্তন করাঃ
তোমার নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিশ্চিতভাবে তুমি যেখানে আছো সেখানে থাকার ইচ্ছার চেয়ে অনেক বড়।
১২. নিজের ভেতরের অসীম শক্তিঃ
তুমি যা চাও,তার সবই তোমার ভেতর আছে। নিজের ভেতরটা খুঁজে দেখো, পেয়ে যাবে।
১৩. জীবনে টাকার গুরুত্বঃ
একটি গাড়ি চালাতে যেমন জ্বালানী গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্ব টাকার। এর বেশিও না, এর কমও না।
১৪. চিন্তাকে নিয়ন্ত্রন করাঃ
তোমার চিন্তাকে নিয়ন্ত্রন করতে শেখো, অন্যথায় চিন্তা তোমাকে নিয়ন্ত্রন করবে।
১৫. কর্ম এবং পরিকল্পনা একসাথেঃ
পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা করা তোমাকে ১০০% ব্যর্থ করবে।
১৬. ভালবাসার কাজঃ
নিজের পছন্দের কাজ করতে কখনো ভয় পাবে না।
১৭. ইচ্ছাশক্তিঃ
তোমার ইচ্ছার কাছে পৃথিবীর সব বাধাই নস্যি।
১৮. জীবনের বাস্তবতাঃ
সফলতা সবসময় লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ব্যর্থতা সবার সামনে গালে চর দিয়ে আসে।
১৯. কোন একটি কাজে নামার আগে ভাবুনঃ
হাজারটা কারণ নয় বরং এমন একটি বড় কারণ খুঁজে বের করো, যার জন্য তুমি কোন একটি কাজ করতে চাও।
২০. সফলতা আসলে কিঃ
তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া।
২১. কেন নিজেকে আরও বেশি শক্তিশালী করতে হবেঃ
তোমাকে শক্তিশালী হতে হবে অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়,তোমাকে শক্তি অর্জন করতে হবে যেন অন্যরা তোমাকে হারাতে না পারে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.