ফিচার লেখার কৌশল
সংবাদপত্রের সংবাদ, অভিমত ও বিজ্ঞাপন বাদ দিয়ে যা থাকে প্রচলিত অর্থে সেগুলিই ফিচার। এদের বেশির ভাগ প্রতিবেদনকে বলা যেতে পারে ফিচারধর্মী প্রতিবেদন। কোন কোন ফিচার বিশেষজ্ঞ আবার একে সংবাদ মাধ্যমের soft news বা কোমল সংবাদ হিসাবে উল্লেখ করেছেন। আমরা কোমল সংবাদের সঙ্গে পরিচিত হলেই মোটামুটি বুঝতে পারব ফিচার আসলে কি ধরনের প্রতিবেদন।
ফিচারের লক্ষ্য
* সাদামাটা সংবাদে থাকে নীরস তথ্য। সেইসব তথ্য থেকে পাঠকের ক্লান্ত চিত্তে কিছুটা কোমল পরশ বুলিয়ে দেয়াই ফিচারের লক্ষ্য।
সংক্ষেপে ফিচারের প্রধান প্রধান লক্ষ্য হচ্ছে
* অবহিত করা * শিক্ষাদান করা
* আনন্দদান করা
* উদ্ধুদ্ধ করা
ফিচারের প্রকৃতি বৈশিষ্ট্য
* ফিচার এক ধরনের সরস বিবরণ
* সাদামাটা ও গুরুগম্ভীর খবর থেকে এর আবেদন ভিন্নতর।
* ফিচারের আবেদন সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় না।
* হার্ড নিউজের মতো ফিচারের বৈশিষ্ট্ তাৎক্ষণিক টাটকা না হলেও এর আবেদন শেষ হয়ে যায় না।
* সাদামাটা সংবাদে থাকে আঁটসাট তথ্যের ছড়াছড়ি, সময়ের তাগিদ থাকে এত কড়াকড়ি; কিন্তু ফিচারের সে ধরনের কোন বাধ্যবাধকতা থাকে না।
* কিছু না ঘটলেও ফিচার লেখা যায়। কোন ঘটনা ঘটার জন্য অপেক্ষা করতে হয় না। ফিচার গদ্যময় রচনা হলেও এতে ফুটিয়ে তোলা যায় বিভিন্ন মাত্রার আবেগ, অনুভূতি, ভালবাসা ও কৌতুহল।
* উপস্থাপনের দিক থেকে এতে নাটকীয়তারও সুযোগ রয়েছে প্রচুর।
* এটি এমন একটি রচনা, এমন একটি বিবরণ যা তুচ্ছ বা নগন্য কোন ঘটনাকেও সুখপাঠ্য করে তোলে।
* একে কখনও কখনও কিছুটা রম্য ও ব্যঞ্জনাময় মনে হলেও বাস্তবের সঙ্গে থাকে এর প্রত্যক্ষ সংযোগ।
* ফিচারে একটি বিষয়ই প্রাধান্য পায়।
* নিছক খবর ছাড়াও মানবিক আবেদনসহ আরও কিছু তথ্য পাঠক চায়।
ফিচারের সংজ্ঞা
*‘ফিচার’ প্রত্যয়টি সংবাদপত্র এবং সাংবাদিকদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত শব্দ।হ্যারসিন এবং জনসন এর ÔThe Complete ReporterÕ গ্রন্থে লিখেছেন ÒThe word ÔfeatureÕ may be one of the most overworked words in the lexicon of journalists.Ó
* ফিচার সম্পর্কে ‘নিউ সার্ভে অব জার্নালিজম’ গ্রন্থে জর্জ ফক্স মর্ট ও সহলেখকগণ বলেন: “ফিচার প্রতিবেদন নিছক সংবাদের চেয়ে মানবিক আবেদনস্পর্শ দিককে বেশি প্রাধান্য দেয়, যে কারণে সাধারণ পাঠক ফিচারের প্রতি আকৃষ্ট হয় এবং তারা এর প্রতি মনোযোগী হয়; আর এতে করে ফিচার পাঠকের আবেগকে নাড়া দিতে সক্ষম হয়”।
ফিচারের বিশেষ দৃষ্টিকোন
* সফল ফিচারের দিক নির্দেশনা দেয় একটি বিশেষ প্রত্যয়; যার নাম বা ‘ংষধহঃ’ বিশেষ দৃষ্টিকোন
* বিশেষ দৃষ্টিকোণ ফিচারের গুরুত্বপূর্ণ ও অনিবার্য বৈশিষ্ট্য
* Feature is a slanted article
* বিশেষ দৃষ্টিকোন ছাড়া ফিচার লেখক গন্তব্যহীন পথের যাত্রী।
মানবিক আবেদন
* ‘মানবিক আবেদন’ ফিচারের প্রাণ। মানবিক আবেদন না থাকলে ফিচার লেখার কোন অর্থ নেই। মানবিক আবেদনের উপাদানের উপাদান হল এক বা একাধিক মাত্রার আবেগ যেমন: ভালবাসা, ঘৃনা, ক্রোধ, বিস্ময়, বেদনা, ক্ষোভ, ভীতি ইত্যাদি।
ফিচার পরিকল্পনার মূলমন্ত্র: আগ্রহের ত্রিবলয়
তথ্য সংগ্রহ ও প্রতিবেদন রচনায় যেমন ‘ষড়-ক’ (বা 5Ws+H) এর কথা মনে রাখতে হয়; ফিচার লেখার ক্ষেত্রেও লেখককে অনুরূপভাবে আগ্রহের ত্রিবলয় Three Rings of Interest এর কথা মনে রেখে ফিচার লেখার পরিকল্পনা করতে হয়। আগ্রহের এই ত্রিবলয় হল:
* পত্রিকার সম্পাদকীয় নীতি
* পাঠকের সম্ভাব্য আগ্রহ
* পাঠকের প্রকৃত আগ্রহ
ফিচারের প্রকরণ
* সংবাদ ফিচার
* মানবিক আবেদনমূলক প্রতিবেদন
* ব্যক্তিত্ব চিত্রনমূলক ফিচার
* আত্মকথনমূলক ফিচার
* ঐতিহাসিক ফিচার
* সাক্ষাৎমূলক ফিচার
ক্স ব্যাখ্যামূলক ফিচার
ঝরঝরে গদ্যের আকর্ষনীয় একটি ফিচার লিখতে হলে কি করতে হবে
* প্রকাশ করার জন্য লিখুন। চমক বা নাটকীয়তা তৈরির অতিরঞ্জিত অতিকথন করবেন না।
* পরিচিত শব্দাবলি ব্যবহার করুন। নিজের পান্ডিত্য জাহিরের জন্য দুর্বোধ বা অপ্রচলিত (প্রয়োজন দেখা দিলে ভিন্ন কথা) শব্দ ব্যবহার করবেন না। ভারি ভারি শব্দের ভারে লেখাটি যাতে দেবে না যায় সেদিকে লক্ষ্য রাখুন।
* ছোট ছোট প্যারাগ্রাফে লেখাটিকে বিন্যাস করুন। এতে পাঠকের চোখ স্বস্তি পাবে। পড়তে সুবিধা হবে।
* বহুদিন ধরে বারবার ব্যবহৃত শব্দ বা শব্দাবলি ব্যবহার করবেন না।
* বিশেষণ ব্যবহারে সতর্ক থাকুন। অযথা বেশি বেশি বিশেষণ ব্যবহার করবেন না।
* যেভাবে সহজে সবার সঙ্গে লোকে কথা বলে সেভাবে লিখুন।
ক্স ছোট ছোট বাক্য ব্যবহার করুন। গদ্যের চলনে যে একটি ছন্দ রয়েছে তা বজায় রাখুন। বাক্য যত ছোট হবে মনের ভাব তত বেশি পরিস্কারভাবে প্রকাশ করা যাবে। বাক্যের শব্দ সংখ্যার পরিমাণে বোঝা যাবে বাক্যটি আমরা কতটুকু বুঝতে পারছি। শব্দ সংখ্যার হিসাবে বাক্য কি অর্থ নেয় তা নিচে দেওয়া হল:
খুব সহজ= ৮ শব্দ বা তার কম
সহজ= ১১ শব্দ
মোটামুটি সহজ = ১৪ শব্দ
প্রমিত বা স্ট্যান্ডার্ড= ১৭ শব্দ
কঠিন= ২১ শব্দ
বেশ কঠিন= ২৫ শব্দ
খুবই কঠিন= ২৯ শব্দ বা তার বেশি।
No comments