করোনা-কালের সেলফি প্রতিযোগিতা
করোনা-কালের সেলফি প্রতিযোগিতা
আয়োজনে : বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল
করোনাভাইরাস বদলে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। নিজের বা পরিবারের সঙ্গে এভাবে একটানা সময় কাটানোর ঘটনা কি ঘটেছে আপনার জীবনে? নিতান্ত প্রয়োজনে বাইরে গেলে সেখানেও বদলে যাওয়া পরিবেশ। ঘরে বা বাইরে আপনার করোনাভাইরাসের দিনের ছবি দেখতে চাই আমরা ।
সকলের জন্য এ প্র্রতিযোগিতা উন্মুক্ত। দেশের বিদেশের যে কোন প্রান্ত থেকে যে যতো খুশি ছবি তুলে অংশ নিতে পারবেন। আগ্রহীরা অংশ নিতে চাইলে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ আগামী ৩০ মে মধ্যে ছবি পোস্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহন করুন আর নিশ্চিত করুন আপনার পুরস্কার। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ১ম পুরস্কার-৫০০/= টাকা, ২য় পুরস্কার বিজয়ী পাবেন-৩০০/=টাকা এবং ৩য় বিজয়ীর জন্য থাকছে-২০০/=টাকা। তাই আর দেরি না করে আজই তুলে ফেলুন সেলফি। আর নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপে । আপনার ১টা শেয়ার সকলকে অংশ নিতে সহায়তা করবে । আপনার পোস্ট করা সেলফি বিডি ইউনিয়ন নিউজ এ প্রকাশ করবো আমরা ।
আয়োজনে : বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল
করোনাভাইরাস বদলে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। নিজের বা পরিবারের সঙ্গে এভাবে একটানা সময় কাটানোর ঘটনা কি ঘটেছে আপনার জীবনে? নিতান্ত প্রয়োজনে বাইরে গেলে সেখানেও বদলে যাওয়া পরিবেশ। ঘরে বা বাইরে আপনার করোনাভাইরাসের দিনের ছবি দেখতে চাই আমরা ।
সকলের জন্য এ প্র্রতিযোগিতা উন্মুক্ত। দেশের বিদেশের যে কোন প্রান্ত থেকে যে যতো খুশি ছবি তুলে অংশ নিতে পারবেন। আগ্রহীরা অংশ নিতে চাইলে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ আগামী ৩০ মে মধ্যে ছবি পোস্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহন করুন আর নিশ্চিত করুন আপনার পুরস্কার। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ১ম পুরস্কার-৫০০/= টাকা, ২য় পুরস্কার বিজয়ী পাবেন-৩০০/=টাকা এবং ৩য় বিজয়ীর জন্য থাকছে-২০০/=টাকা। তাই আর দেরি না করে আজই তুলে ফেলুন সেলফি। আর নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপে । আপনার ১টা শেয়ার সকলকে অংশ নিতে সহায়তা করবে । আপনার পোস্ট করা সেলফি বিডি ইউনিয়ন নিউজ এ প্রকাশ করবো আমরা ।
Join
our Fb Group and Post Your Selfie https://www.facebook.com/groups/bdojs/
No comments