Help Line : 01831910346

Help Line : 01831910346
আপনিও হউন সাংবাদিক ।সাংবাদিকতা শিক্ষার সুযোগ । সাংবাদিকতায় হাতেখড়ি

লাখ লাখ টাকা আয়ের পথ বন্ধ


নিজে আইটি সেক্টরের লোক বলে চীন-ভারতের মধ্যকার সংশ্লিষ্ট বিষয়গুলার উপর তীক্ষ্ন নজর রাখছি।
লাদাখ সীমান্তে সংঘর্ষের কারণে সোমবার থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিষিদ্ধের তালিকায় রয়েছে দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটিক। ভারত সরকারের এই পদক্ষেপের পর গুগল তাদের প্লে স্টোর থেকে ৭২ ঘন্টা যেতে না যেতেই এই ৫৯টি অ্যাপকে সরিয়ে দিয়েছে।
ভারতে বাতিল হতেই প্রতিশোধে শি জিনপিং-এর দেশে বন্ধ করে ভারতীয় সব নিউজ পোর্টাল।
২০১৯ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতে, ৩২কোটি ৩০ লাখ বার! যা বিশ্বের মোট টিকটক গ্রাহকদের ৪৪ শতাংশ। এই অ্যাপটি বন্ধ করে দেয়ার কারণে ভারতের বেশ কয়েকজন টিকটক স্টারের মাথায় হাত দেয়ার উপক্রম। অভিনেত্রী, সাংসদ ও টিকটক সেলিব্রেটি নুসরত বলেছেন, “জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি তবে কয়েক হাজার মানুষ যে কর্মহীন হয়ে পড়লেন সেই বিষয়টি কে দেখবে?”
অ্যাপগুলি নিষিদ্ধ হয়ে যাওয়ার পরই দেশের লক্ষ লক্ষ TikTok ব্যবহারকারীদের মধ্যে শুরু হয় দুশ্চিন্তা কিভাবে এবার ভিডিও আপলোড হবে? বিনোদন ধরে রাখবে কিভাবে। ভারতের Zee5 নামের কোম্পানি হাইপাই (HIPI) অ্যাপ নাম টিকিটকের বিকল্প নিয়ে আগামী ১৫ ই জুলাই আনুষ্ঠানিকভাবে প্লেস্টোরে ছাড়তে যাচ্ছে।
সে যাই হোক, ভারতের TikTok সেলিব্রিটিদের ভারত সরকারের প্রতি তীব্র প্রতিবাদ দেখেছি সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ কর্মহীন হয়ে পড়ায় আর কোটিকোটি ফলোয়ার এর মায়ায় !
চীনা ভিডিও অ্যাপ টিকটিক দিয়ে কতো আয় করতেন আলোচিত ভারতীয়রা দেখতে গ্যালারির ছবিতে ক্লিক করুন।
ভালোকথা এরকম সাইবার যুদ্ধ মোকাবিলায় আমাদেরকেও প্রস্তুতি রাখতে হবে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.