অনুপ্রেরণা খুঁজে পাওয়ার ৮টি টিপস
আমরা সকলে খারাপ সময় পার করসি । বর্তমানে প্রতিদিন অনুপ্রেরণা মূলক পোস্ট দেওয়ার চেষ্টা করসি ।খারাপ সময়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার ৮টি টিপস:
০১. মনে রাখুন, সবকিছুরই শেষ আছে।
০২. মেন্টাল মডেলিং।
০৩. খারাপ অবস্থা বা ব্যর্থতার কারণ বের করুন, এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন।
০৪. রোল মডেলদের দিকে তাকান, কথা বলুন, এবং হতাশদের এড়িয়ে চলুন।
০৫. নিজের সত্যিকার প্যাশন বা আগ্রহের জায়গা নিয়ে ভাবুন।
০৬. কাজকে ভালোবাসুন।
০৭. প্রার্থনা করুন।
০৮. দিন শুরু করুন ইতিবাচক ভাবে।
No comments