টিনএজ বয়সে “মাই ইয়ার বুক” পরিকল্পনাটির জেরেই ক্যাথরিন কুক হয়ে যান বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুব।
টিনএজ বয়সে “মাই ইয়ার বুক” পরিকল্পনাটির জেরেই ক্যাথরিন কুক হয়ে যান বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুব।
ক্যাথরিন কুক মিটমি ডট কম এর প্রতিষ্ঠাতা।যার আগের পরিচিত ছিলো মাই ইয়ার বুক ডট কম নামে।
মাত্র ১৬ বছর বয়সে ক্যাথরিন কুক একটি ডিজিটাল বর্ষপঞ্জিকা করার পরিকল্পনা হাতে নেন। সাথে নেন তাঁর বড় ভাই ডেভ কুককে।
দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় “মাই ইয়ার বুক” যা বর্তমানে "মিটমি ডট কম" হিসেবেও পরিচিত। যদিও পরবর্তীতে বর্ষপঞ্জিকার পরিকল্পনা থেকে অনেকটাই সরে আসেন ক্যাথরিন কুক ও ডেভ কুক।
সময়ের পরিক্রমায় তারা “মাই ইয়ার বুক” কে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস হিসেবে তৈরী করেন। ২০১২ সালে নাম পরিবর্তন করে “মিটমি ডট কম” দেন। তবে টিনএজ বয়সে তাদের ঐ পরিকল্পনাটির জেরেই তারা হয়ে যান বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুব।
No comments