কেন এ উদ্যোগ?
কেন এ উদ্যোগ?-- জানতে চাইলে ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সামান্য অক্সিজেনের অভাবে মানুষ
মারা যাচ্ছে। অনেক জায়গাতেই চিকিৎসক নাই। সব বেসরকারি হাসপাতাল রোগী নেওয়া বন্ধ করে দিয়েছে। এমন
অবস্থায় একজন মানুষ হিসেবে বসে থাকার সুযোগ নাই। আমি বড় ব্যবসায়ী নই। তাই নিজের সামর্থ্যের মধ্যে
যতটুকু করা যায় তার সবটুকু দিয়ে এ মিনি হাসপাতাল করেছি, যাতে মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়।’
সূত্র- ডেইলি স্টার
সূত্র- ডেইলি স্টার
No comments