Help Line : 01831910346

Help Line : 01831910346
আপনিও হউন সাংবাদিক ।সাংবাদিকতা শিক্ষার সুযোগ । সাংবাদিকতায় হাতেখড়ি

"জয়দেবপুর বাজারে বোবার চাঁদাবাজি"

"জয়দেবপুর বাজারে বোবার চাঁদাবাজি"
.......... প্রশাসনের হস্তক্ষেপ কামনা


বোবা জয়দেবপুর বাজারে ব্যবসায়ীদের কাছে একটি আতঙ্কের নাম। সকাল হলেই জয়দেবপুর বাজারে তাকে দেখা যায় একটি মোটা লাঠি হাতে, কোমরে একটি আইডি কার্ড ঝুলানো, মুক্ত মঞ্চ থেকে শুরু করে বিলাসপুর রোডের মাছ বাজার সহ পুরো বাজার চোষে বেরায় সে,বাজারে রিকশা প্রবেশ করলে তাকে দিতে হয় ২০ টাকা, অপারগতা প্রকাশ করলে রিক্সাওয়ালার কপালে দুর্ভোগ নেমে আসে, খেতে হয় বোবার হাতের লাঠির বাড়ি।রেলগেট থেকে বিলাসপুর রোড পর্যন্ত ফুটপাতের প্রতিটি দোকান থেকে বোবা প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কোন ক্ষুদ্র ব্যবসায়ী তাকে তার চাহিদা মতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলেই বোবা তাদের মাল রাস্তায় ফেলে দেয় অথবা লাঠি দিয়ে আঘাত করে। প্রশাসনের চোখের সামনে বোবা কিসের ডিউটি করেন তা ভাবিয়ে তুলেছে জয়দেবপুর বাজার ব্যবসায়ীদের। অনেকের ধারণা কোন দুষ্ট চক্র বাবাকে দিয়ে জয়দেবপুর বাজারে চাঁদাবাজি করাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের কারণে এমনিতেই মানুষ অর্থনৈতিক ভাবে চরম দুর্ভোগের মধ্যে তারমধ্যে বোবার অত্যাচার এ যেন কাটা ঘায়ে মরিচের ছিটা। সুধী মহলের দাবি বিষয়টির দিকে যেন প্রশাসন সুদৃষ্টি দেন ।
Collected : Bayazid Hossan fb wal

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.